এমন মানব জনম আর কি হবে
এমন মানব জনম আর কি হবে মন যা কর ত্বরায় করো এই ভবে ।। অনন্তরূপ সৃষ্টি করলেন সাঁই শুনি মানবের উত্তর কিছু নাই দেব দেবতাগণ
এমন মানব জনম আর কি হবে মন যা কর ত্বরায় করো এই ভবে ।। অনন্তরূপ সৃষ্টি করলেন সাঁই শুনি মানবের উত্তর কিছু নাই দেব দেবতাগণ
এ জনম গেলরে অসার ভেবে পেয়েছ মানব জনম হেন দুর্লভ জনম আর কি হবে ।। জননীর জঠরে যখন অধোমুন্ডে ছিল রে মন বলেছিলে করব সাধন
এবার কে তোর মালিক চিনলি না তারে মন কি এমন জনম আর হবে রে ।। দেবের দুর্লভ এবার মানুষ জনম তোমার এমন জনমের আচার করলি
একদিন পারের কথা ভাবলি নারে পার হবি হীরার সাঁকো কেমন করে ।। একদমের ভরসা নাই কখন কি করবে রে সাঁই তখন কার দিবি দোহাই কারাগারে
এ দেশেতে এই সুখ হল আবার কোথায় যাই না জানি পেয়েছি এক ভাঙ্গা তরণী জনম গেল ছেঁচতে পানি ।। কার বা আমি কেবা আমার প্রাপ্ত
এসো দয়াল পার কর ভবের ঘাটে ভবনদীর তুফান দেখে ভয়ে প্রাণ কেঁদে ওঠে ।। পাপ ও পুণ্য যতই করি ভরসা কেবল তোমারি তুমি যার হও
এমন সুভাগ্য আমার কবে হবে দয়াল চাঁদ আসিয়ে আমায় পার করিবে ।। সাধনের বল আমার কিছুই নাই কেমনে সে পারে যাই কূলে বসে দিচ্ছি দোহাই
এসো হে অপারের কান্ডারী পড়েছি অকূল পাথারে দাও এসে চরণতরী ।। প্রাপ্ত পথও ভুলেছি এবার ভবরোগে ভুগব কত আর তুমি নিজগুনে শ্রীচরণ দাও আমায় তবে
একবার ডাক রসনা মওলা বলে গেল দিন ছাড় বিষয় বাসনা যে সাঁই হিসাব নিবে আগুন পানি তুফান হবে এ বিষয় তোর কোথায় রবে একবার ভেবে
এলাহি আলামিন গো আল্লা বাদশা আলমপনা তুমি ডুবায়ে ভাসাইতে পার ভাসায়ে কিনার দাও কারো রাখো মারো হাত তোমারও তাইতে তোমারে ডাকি আমি ।। নূহ নামের
You cannot copy content of this page