করেছে কী শোভা সাঁই রঙমহলে
করেছে কী শোভা সাঁই রঙমহলে অজান রূপে দিচ্ছে ঝলক দেখলে নয়ন যায় রে ভুলে ।। জলের মধ্যে কলের কোঠা সপ্ততালা আয়না আঁটা তার ভিতরে
করেছে কী শোভা সাঁই রঙমহলে অজান রূপে দিচ্ছে ঝলক দেখলে নয়ন যায় রে ভুলে ।। জলের মধ্যে কলের কোঠা সপ্ততালা আয়না আঁটা তার ভিতরে
কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে ।। সাধিলে নূরের পিয়ালা খুলে যাবে রাগের তালা অচিন মানুষের
কোন সাধনে তারে পাই জীবনের জীবন সাঁই ।। শক্তি শৈব বৈরাগ্য ভাব তা’তে যদি হয় চরণ লাভ তবে কেন দয়াময় সদা সর্বদায় বিধি ভক্তি
কই হইল মোর মাছ ধরা সারাদিন ধাপ ঠেলিয়ে বল হারা ।। একে যাই ধাপো বিলে তাতে মোর ঠেলা জালি ওঠে শামুকের ভরা যোগ না
কিসে আর বুঝাই মন তোরে দিল-মক্কার ভেদ না জানিলে হজ্ব হয় কিসেরে ।। দিল গঠন কুদরতি সে কাম খোদ খোদা দেয় তথায় বারাম তাইলে
কোন সাধনে শমনজ্বালা যায় ধর্মাধর্ম বেদের মর্ম শমনের অধিকারে রয় ।। দান যজ্ঞ স্তব ব্রত করে মুক্তিফল সে পেতে পারে সে ফল ফুরায়ে গেলে
কোন কুলেতে যাবি মনরায় গুরুকুল ধরতে গেলে লোককুল ছাড়তে হয় ।। দুকূল ঠিক রয় না গাঙে এক কূল গড়ে আর এক কূল ভাঙ্গে তমনি যেন
কতদিন আর রইবি রঙ্গে বাড়িতেছে বেলা ধর এই বেলা যদি বাঁচতে চাও তরঙ্গে ।। নিকটে বিকটে বেশেতে শমন দাঁড়াইয়া আছে হরিতে জীবন মানিবে না কারে
কারো রবে না ধন জীবনযৌবন তবে রে মন কেন এতই বাসনা ।। একবার সবুরেরই দেশে রও দেখি দম কষে উঠিস
কারে দিব দোষ নাহি পরের দোষ আপন মনের দোষে আমি প’লাম ফেরে আমার মন যদি বুঝিতো লোভের দেশ ছাড়িত লয়ে যেত আমায় বিরাজ্য পরে ।।
You cannot copy content of this page