চাঁদ আছে চাঁদে ঘেরা
চাঁদ আছে চাঁদে ঘেরা কেমন করে সে চাঁদ ধরবি গো তোরা ।। রূপের গাছে চাঁদফল ধরে তায় থেকে থেকে চাঁদের ঝলক দেখা যায় একবার
চাঁদ আছে চাঁদে ঘেরা কেমন করে সে চাঁদ ধরবি গো তোরা ।। রূপের গাছে চাঁদফল ধরে তায় থেকে থেকে চাঁদের ঝলক দেখা যায় একবার
চল যাই আনন্দের বাজারে চিত্ত মন্দতম অন্ধ নিরানন্দ রবে নারে ।। সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে যাবি নিত্য ধামেতে প্রেমপদের বাসনা প্রেমের গতি
ঘরের চাবি পরের হাতে কেওনে খুলিয়া সে ধন দেখব চক্ষেতে ।। আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনাদেনা আমি হলাম জন্মকানা না পাই দেখিতে
ঘরে বাস করে সে ঘরের খবর নাই চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই ।। ঘর থুয়ে ধন বাইরে খোঁজা বয় সে যেমন
গুরুর ভজনা কর মন ভ্রান্ত হয়ো না সদাই থেকো সচেতনে অচেতনে ঘুমাইও না ।। ব্যাধে যখন পাখি ধরতে যায় নয়ন তার উর্ধ্বপানে রয় এক
গুরুর ভজনে হয় তো সতী জ্যোতিরূপ নগরে যাবি কুলবতী ।। না হইলে রে সতী হবে না ভজনে মতি এক কৃষ্ণ জগতের পতি আর সব
গুরু চরণ অমূল্য ধন বাঁধ ভক্তিরসে মানব জনম সফল হবে গুরু উপদেশ ।। হিংসা নিন্দা তমঃ ছাড় মরার আগেতে মর তবে যাবে ভবপার ঘুচবে
গুরুরূপের পুলক দিচ্ছে ঝলক যার অন্তরে কিসের একটা ভজন সাধন লোক জানাতে করে ।। বকের ধরণ করণ তার তো নয় দিকছাড়া রূপ নিরিখ সদাই
গুরু বিনে সন্ধান কে জানে সে ভেদ জাহের নয় তা বাতেনে ।। সুধার কথা লোকে বলছে সুধা আছে গুরুর কাছে জানগে উদ্দিশে সুধানিধি দেখতে
গুরু দেখায় গৌর তাই দেখি কি গুরু দেখি গৌর দেখতে গুরু হারাই কোনরূপে দিই আঁখি ।। গুর গৌর রইল দুই ঠাঁই কীরূপে একরূপ করি
You cannot copy content of this page