গুরু দয়া যারে করে সে-ই জানে
গুরু দয়া যারে করে সে-ই জানে কীরূপে সাঁই বিরাজ করে দেহভুবনে ।। শহরে সহস্র পাড়া তিনটি পথ তার এক মহড়া আলেক সোয়ার পবন-ঘোড়া ফিরছে
গুরু দয়া যারে করে সে-ই জানে কীরূপে সাঁই বিরাজ করে দেহভুবনে ।। শহরে সহস্র পাড়া তিনটি পথ তার এক মহড়া আলেক সোয়ার পবন-ঘোড়া ফিরছে
গুরু গো মন ভ্রান্তি যায় না সংসারে মন ভ্রান্ত কর শান্ত শান্ত হয়ে রই ঘরে ।। একটি কথার আনকা শুনি পিতা পুত্রে এক রমণী
গৌরপ্রেম করবি যদি ও নাগরী কুলের গৌরব আর করনা কুলের লোভে মান বাড়াবি কুল হারাবি গৌরচাঁদ দেখা দেবে না ।। ফুল ছিটাও বনে বনে
গৌরপ্রেম অথাই ঝাঁপ দিয়েছি তাই এখন আমার প্রণে বাঁচা ভার করি কী উপায় ।। একেতো সে প্রেমনদীর জলে থাই মেলে না নোঙর ফেলে বেহুঁশেতে
গৌর আমার কলির আচার-বিচার কী আইন আনিলে কী ভাবে বিয়োগী হইয়া বৈরাগী গৌর কুলের আচার বিচার সব ত্যেজিলে ।। হরি বলে গৌর রাইপ্রেমে আকুল
গোষ্ঠে চল হরি মুরারি লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুলবিহারী ।। তুই আমাদের সঙ্গে যাবি বনফল সব খেতে পাবি আমরা ম’লে তুই বাঁচাবি
গোল করনা গোল করনা ওগো নাগরী দেখ দেখি ঠাওরে দেখি কেমন গোরা ঐ হরি ।। সাধু কি ও যাদুকরি এসেছে এই নদেপুরি খাটবে না
গোয়াল ভরা পুষণে ছেলে বাবা বলে ডাকে না মনের দুঃখ মন জানে সে অন্যে তা জানে না ।। মন আর তুমি মানুষ দুইজন এই
গোপালকে আজ মারলি গো মা কোন পরাণে সেকি সামান্য ছেলে তাই ভাবলি মনে ।। দেবের দুর্লভ গোপাল চিনে না যার ফেরের কপাল যে চরণ
গোঁসাইয়ের ভাব যেহি ধারা আছে সাধুশাস্ত্রে যার প্রমাণ ধারা শুনলে জীবের কর্ম সারা ।। যেজন মরার সঙ্গে মরে ভাবের সাগরে ডূবতে যদি পারে সুরসিক
You cannot copy content of this page