মনেরে বুঝাতে আমার দিন হল আখেরি
মনেরে বুঝাতে আমার দিন হল আখেরি বোঝে না মন আপন মরণ একি অবিচারী ।। ফাঁদ পাতিলাম শিকার বলে সে ফাঁদ বাঁধিল আপন গলে এ লজ্জা
মনেরে বুঝাতে আমার দিন হল আখেরি বোঝে না মন আপন মরণ একি অবিচারী ।। ফাঁদ পাতিলাম শিকার বলে সে ফাঁদ বাঁধিল আপন গলে এ লজ্জা
মনের ভেদ জানে না একি কারখানা এ মনে ও মন করছে ওজন কোথা সেই মনের থানা ।। মন দিয়ে মন ওজন সই হয় দুই মনে
মনের নেংটি এঁটে কর রে ফকিরি আমানতের ঘরে মনা হয় না যেন চুরি ।। এ দেশেতে দেখি রে ভাই ডাকিনী যোগিনীর ভয় দিনেতে মানুষ
মন র’লো রিপুর বশে রাত্রিদিনে মনের গেল না স্বভাব কিসে মেলে ভাব সাধুর সনে ।। আমি বলি শ্রীচরণ মনে যদি হয় কখন অমনি উঠে হয়
মন এখন আর কাঁদলে কী হবে কীর্তিকর্মার লেখাজোঁখা আর কি ফিরিবে ।। তুষে যদি কেউ পাড় দেয় তাতে কি আর চাল বাহির হয় মন
মন সহজে কি সই হবা চিরিদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা ।। বাহার তো গেল চলে পথে যাও ঠেলা পেয়ে কোন দিনে পাতাল ধাবা
মনের মনে হোলনা একদিনে আমি ছিলাম কোথায় এলাম হেথায় যাব কার সনে ।। আমার বাড়ী আমারই ঘর বলা কেবল ঝাকমারী সার পলকে সব হবে সংহার
মন আমার কিছার গৌরব করছ ভবে দেখনা রে সব হাওয়ার খেলা বন্ধ হৈতে দের কি হবে ।। থাকতে ঘরে হাওয়াখানা মওলা বলে ডাক রসনা
মনরতি সে রিপুর বশে রাত্রি দিনে মনের গেলো না স্বভাব কিসে মেলে ভাব সাধুর সনে ।। নিজ গুনে যা করে সাঁই তা বিনে আর ভরসা
মন তোরে আজ ধরতে পারতাম হাতে দেখতাম ওরে মন কি মনা কেমন করে সদায় আলডেঙাতে ।। কি কন মন বে-হাত আমার নৈলে কি মন
You cannot copy content of this page